আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৬২
২৮৯২. রাতের খাবার পরিবেশন করা হলে তা রেখে অন্য কাজে ত্বরা করবে না
৫০৬৭। আবুল ইয়ামান ও লাঈস (রাহঃ) ......... ‘আমর ইবনে উমাইয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী করীম (ﷺ) -কে নিজ হাতে বকরীর স্কন্ধ থেকে কেটে খেতে দেখেছেন। তারপর নামাযের প্রতি আহবান করা হলে তিনি তা রেখে দিলেন এবং সে ছুরিটিও, যা দিয়ে কেটে খাচ্ছিলেন। তারপর উঠে গিয়ে নামায আদায় করলেন। তিনি (নতুন) উযু করলেন না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন