শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৭৮৫
আন্তর্জাতিক নং: ৬৭৮৬
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৮৫-৮৬। ফাহদ (রাহঃ) …… আবুল কুনূদ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) -এর নিকট এলাম । তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) স্বর্ণের হালকা তথা আংটি থেকে নিষেধ করেছেন ।
ইবন মারযূক (রাহঃ) ….. ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ বর্ণনা
ইবন মারযূক (রাহঃ) ….. ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ বর্ণনা
6785 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا النُّفَيْلِيُّ، قَالَ: ثنا زُهَيْرٌ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْأَزْدِيِّ، عَنْ أَبِي الْكَنُودِ، قَالَ: أَتَيْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ فَقَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ حَلْقَةِ الذَّهَبِ» [ص:261]
6786 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ يَزِيدَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
6786 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ يَزِيدَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
