শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৭৮৫
আন্তর্জাতিক নং: ৬৭৮৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
স্বর্ণের আংটি পরিধান করা প্রসঙ্গে
৬৭৮৫-৮৬। ফাহদ (রাহঃ) …… আবুল কুনূদ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) -এর নিকট এলাম । তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) স্বর্ণের হালকা তথা আংটি থেকে নিষেধ করেছেন ।
ইবন মারযূক (রাহঃ) ….. ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ বর্ণনা
ইবন মারযূক (রাহঃ) ….. ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ বর্ণনা
كتاب الكراهة
6785 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا النُّفَيْلِيُّ، قَالَ: ثنا زُهَيْرٌ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْأَزْدِيِّ، عَنْ أَبِي الْكَنُودِ، قَالَ: أَتَيْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ فَقَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ حَلْقَةِ الذَّهَبِ» [ص:261]
6786 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ يَزِيدَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
6786 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ يَزِيدَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ