আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৫১
২৮৮৩. রসূন ও (দুর্গন্ধ যুক্ত) তরকারী মাকরূহ হওয়া প্রসঙ্গে। এ ব্যাপারে ইবনে ‘উমর (রাযিঃ) থেকে নবী করীম (ﷺ) -এর হাদীস বর্ণিত হয়েছে
৫০৫৭। মুসাদ্দাদ (রাহঃ) ......... ‘আব্দুল ‘আযীয (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আনাস (রাযিঃ) -কে জিজ্ঞাসা করা হল আপনি রসুনের ব্যাপারে নবী করীম (ﷺ) -এর কাছ থেকে কী শুনেছেন? তিনি বললেনঃ যে ব্যক্তি তা খাবে সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে (এ উক্তি)।
