শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৭৯
রেশমী পোশাক পরিধান প্রসঙ্গে
৬৬৭৯। মুহাম্মাদ ইবন হুমায়দ (রাহঃ) …… হুমায়ন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুআবিয়া (রাযিঃ) হজ্জ করলেন। তারপর কা'বা শরীফে কতিপয় আনসারী (সাহাবা)-কে ডেকে বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কসম দিচ্ছি, তোমরা কি শোন নাই যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রেশমী কাপড় থেকে নিষেধ করেছেন। তাঁরা বললেন, হ্যাঁ? (শুনেছি)। বললেন এবং আমিও সাক্ষ্য দিচ্ছি।
6679 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ ثنا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ: ثنا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: ثنا حُمْرَانُ، قَالَ: حَجَّ مُعَاوِيَةُ , فَدَعَا نَفَرًا مِنَ الْأَنْصَارِ فِي الْكَعْبَةِ فَقَالَ: «أَنْشُدُكُمُ اللهَ , أَلَمْ تَسْمَعُوا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثِيَابِ الْحَرِيرِ؟» ، فَقَالُوا: اللهُمَّ نَعَمْ , قَالَ: «وَأَنَا أَشْهَدُ»
