শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৫৯৯
আন্তর্জাতিক নং: ৬৬০০
পায়খানা ও পেশাবের জন্য কিবলামুখী হওয়া প্রসঙ্গ
৬৫৯৯-৬৬০০। ইবন মারযূক ....... আব্দুল্লাহ ইবন হারিস জাযউ (রাযিঃ) বলেন, আমি প্রথম ব্যক্তি যে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে কিবলামুখী হয়ে পেশাব করতে নিষেধ করতে শুনেছে। অতঃপর আমি মানুষের নিকট বের হয়ে তাদেরকে সংবাদ দিয়েছি।
আবু বিশর আব্দুর রহমান ইবন জারূদ ....... জাবালা ইবন রাফে বলেন, আমি আব্দুল্লাহ ইবনুল হারিস আয-যুবায়দী বলতে শুনেছি, অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন ।
আবু বিশর আব্দুর রহমান ইবন জারূদ ....... জাবালা ইবন রাফে বলেন, আমি আব্দুল্লাহ ইবনুল হারিস আয-যুবায়দী বলতে শুনেছি, অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন ।
6599 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ بْنِ جَزْءٍ، قَالَ: «أَنَا أَوَّلُ مَنْ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى النَّاسَ أَنْ يَبُولُوا مُسْتَقْبِلِي الْقِبْلَةِ , فَخَرَجْتُ إِلَى النَّاسِ , فَأَخْبَرْتُهُمْ» [ص:233]
6600 - حَدَّثَنَا أَبُو الْبِشْرِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْجَارُودِ قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ , قَالَ: أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ , عَنْ جَبَلَةَ بْنِ رَافِعٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الْحَارِثِ الزُّبَيْدِيَّ , فَذَكَرَ نَحْوَهُ
6600 - حَدَّثَنَا أَبُو الْبِشْرِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْجَارُودِ قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ , قَالَ: أَخْبَرَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ , عَنْ جَبَلَةَ بْنِ رَافِعٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الْحَارِثِ الزُّبَيْدِيَّ , فَذَكَرَ نَحْوَهُ
