শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৫৮৭
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৮৭। ইবন আবু দাউদ ..... হযরত ইবন উমর (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি তাঁর গোঁফ মূল হতে কাটতেন, এমনকি তাঁর চামড়ার শুভ্রতা দেখা যেত।
6587 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ، قَالَ: ثنا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ «أَنَّهُ كَانَ يُحْفِي شَارِبَهُ , حَتَّى يُرَى بَيَاضُ الْجِلْدِ»
