আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৩৭
২৮৭১. শুকনা গোশত প্রসঙ্গে
৫০৪৩। আবু নু’আয়ম (রাহঃ)......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি দেখলাম রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে কিছু শুরুয়া উপস্থিত করা হল, যাতে কদু ও শুকনা গোশত ছিল। আমি তাকে কদূ বেছে বেছে খেতে দেখলাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫০৪৩ | মুসলিম বাংলা