আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৩৩
২৮৬৭. ‘কদু’ প্রসঙ্গে
৫০৩৯। ‘আমর ইবনে ‘আলী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) তার এক দর্জি গোলামের বাড়ীতে আসলেন। (আহারকালে) তাঁর সামনে কদু উপস্থিত করা হলে তিনি (বেছে বেছে) কদু খেতে লাগলেন। সে দিন থেকে আমিও কদু খেতে ভালবাসি, যেদিন রাসূলুল্লাহ (ﷺ) -কে কদু খেতে দেখলাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন