আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪২৪
২৮৬১. পূর্ববর্তী মনীষীগণ তাঁদের বাড়ীতে ও সফরে গোশত এবং অন্যান্য যেসব খাদ্য সঞ্চিত রাখতেন।
৫০৩০। ‘আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) -এর যুগে আমরা কুরবানীর গোশত মদীনা পর্যন্ত সফরের খাদ্য হিসেবে ব্যবহার করতাম।
মুহাম্মাদ (রাহঃ) ইবনে ‘উয়াইনা থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
ইবনে জুরায়য বলেন, আমি আতাকে জিজ্ঞাসা করলামঃ জাবির (রাযিঃ) কি এ কথা শুনেছেন যে, ‘এমন কি আমরা মদীনা পর্যন্ত এলাম।’ তিনি বললেনঃ না।
মুহাম্মাদ (রাহঃ) ইবনে ‘উয়াইনা থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
ইবনে জুরায়য বলেন, আমি আতাকে জিজ্ঞাসা করলামঃ জাবির (রাযিঃ) কি এ কথা শুনেছেন যে, ‘এমন কি আমরা মদীনা পর্যন্ত এলাম।’ তিনি বললেনঃ না।
