আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪২২
২৮৬০. ভূনা বকরি এবং স্কন্ধ ও পার্শ্বদেশ
৫০২৮। মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) ......... জা‘ফর ইবনে ‘আমর ইবনে উমাইয়্যা যামরী তাঁর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করীম (ﷺ) -কে বকরির স্কন্ধ থেকে গোশত কাটতে দেখেছি। তিনি তা থেকে আহার করলেন। তারপর যখন নামাযের দিকে আহবান করা হলো তখন তিনি উঠলেন এবং রুটি
চাকুটি রেখে দিয়ে নামায আদায় করলেন। অথচ তিনি (নতুন করে) উযু করেন নি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন