আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪০৪
২৮৫২. গোশত দাঁত দিয়ে ছিড়ে এবং তুলে নিয়ে খাওয়া
৫০১২। ‘আব্দুল্লাহ ইবনে ‘আব্দুল ওহহাব (রাহঃ) ......... ইবনে ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) একটি স্কন্ধের গোশত দাঁত দিয়ে ছিড়ে খেলেন। তারপর তিনি উঠে গিয়ে (নতুনভাবে) উযু না করেই নামায আদায় করলেন।

অন্য সনদে আইয়্যূব ও ‘আসিম (রাহঃ) ‘ইকরামার সূত্রে ইবনে ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেনঃ নবী করীম (ﷺ) ডেগ থেকে একটি গোশত যুক্ত হাড় বের করে তা খেলেন। তারপর (নতুন) উযু না করেই নামায আদায় করলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন