আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪০২
২৮৫০. পনির প্রসঙ্গে। হুমায়দ (রাহঃ) বলেন, আমি আনাস (রাযিঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) সাফিয়্যার সাথে বাসর যাপন করলেন। তারপর তিনি (দস্তরখানে) খেজুর, পনির এবং ঘি রাখলেন।
‘আমর ইবনে আবু ‘আমর, আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন: রাসূলুল্লাহ (ﷺ) (উক্ত তিন বস্তুর সংযোগে) ‘হায়স’ তৈরী করেন।
৫০১০। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার খালা একটি গুঁই, কিছু পনির এবং দুধ নবী করীম (ﷺ) -কে হাদিয়া দিলেন এবং দস্তরখানে গুঁইসাপ রাখা হয়। যদি তা হারাম হতো তাঁর দস্তরখানে রাখা হতো না। তিনি (শুধু) দুধ পান করলেন এবং পনির খেলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন