আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৬- পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩৮৮
২৮৪২. নরম রুটি আহার করা এবং টেবিল ও (চামড়ার) দস্তরখানে আহার করা।
৪৯৯৬। মুহাম্মাদ (রাহঃ) ......... ওহাব ইবনে কায়সান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন সিরিয়াবাসীরা ইবনে যুবাইরকে ‘ইবনে যাতান নিতাকায়ন’ বলে লজ্জা দিত। আসমা (রাযিঃ) তাকে বললেনঃ বৎস! তারা তোমাকে ‘নিতাকায়ন’ দ্বারা লজ্জিত করছে? তুমি কি ‘নিতাকায়ন’ (দু’কোমরবন্দ) সম্বন্ধে কিছু জান? আসলে তা ছিল আমারই কোমরবন্দ যা দু’ভাগ করে আমি একভাগ দিয়ে (হিজরতের সময়) রাসূলুল্লাহ (ﷺ) -এর খাবারের থলির মুখ বেঁধে দিয়েছিলাম। আর অপর ভাগকে দস্তরখান বানিয়ে দিয়েছিলাম। এরপর থেকে সিরিয়াবাসীরা (অর্থাৎ হাজ্জাজের সৈন্যরা) যখনই তাকে ’নিতাকায়ান’ বলে লজ্জা দিতে চাইত, তিনি বলতেনঃ তোমরা সত্যই বলছো। আল্লাহর শপথ! এটি এমন এক অভিযোগ যা তোমাদের থেকে লজ্জা আরো দূরিভূত করে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৪৯৯৬ | মুসলিম বাংলা