আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩৪৭
২৮১৯. পতিতার উপার্জন ও অবৈধ বিবাহ।
৪৯৫৬। আদাম (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) -এর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) অভিসম্পাত করেছেন উল্কি অঙ্কনকারিণী, উল্কি গ্রহণকারিণী, সুদ গ্রহিতা ও সুদ দাতাকে। তিনি কুকুরের মূল্য ও পতিতার উপার্জন ভোগ করতে নিষেধ করেছেন। চিত্রকরদেরকেও তিনি অভিসম্পাত করেছেন।


বর্ণনাকারী: