আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৩১০
২৭৯৯. নবী (ﷺ) -এর উক্তিঃ আমি যদি প্রমাণ ছাড়া রজম করতাম।
৪৯২৭। সা‘ঈদ ইবনে উফায়র (রাহঃ) ......... ইবনে ‘আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) -এর কাছে লি‘আন করার প্রসঙ্গ আলোচিত হল। ‘আসিম ইবনে ‘আদী (রাযিঃ) এ ব্যাপারে একটি কথা জিজ্ঞাসা করে চলে গেলেন। এরপর তার গোত্রের জনৈক ব্যক্তি তার কাছে এসে অভিযোগ করল যে সে তার স্ত্রীর সাথে অপর এক ব্যক্তিকে পেয়েছে। ‘আসিম (রাযিঃ) বললেনঃ অযথা জিজ্ঞাসার কারণেই আমি এধরনের বিপদে পড়লাম। এরপর তিনি লোকটিকে নিয়ে নবী (ﷺ) -এর কাছে গেলেন এবং অভিযোগকারীর বিষয়টি তাকে অবহিত করলেন। লোকটি ছিল হলদে-হালকা দেহ সোজা চুল বিশিষ্ট। আর ঐ লোকটি যাকে তার স্ত্রীর কাছে পেয়েছে বলে সে অভিযূক্ত করে, সে ছিল প্রায় কালো, মোটা ধরনের, স্থুল দেহের অধিকারী।
নবী (ﷺ) বলেনঃ আল্লাহ! সমস্যাটি সমাধান করে দিন। এরপর মহিলা ঐ লোকটির আকৃতি বিশিষ্ট সন্তান প্রসব করল যাকে তার স্বামী তার কাছে পেয়েছে বলে উল্লেখ করেছিল। নবী (ﷺ) তাদের (স্বামী-স্ত্রী) উভয়কে লি‘আন করালেন। এক ব্যক্তি ইবনে ‘আব্বাস (রাযিঃ) কে সে বৈঠকেই জিজ্ঞাসা করল, এ মহিলা সম্বন্ধেই কি রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন “আমি যদি কাউকে বিনা প্রমাণে রজম করতাম তবে একেই রজম করতাম”। ইবনে ‘আব্বাস (রাযিঃ) বললেনঃ না। সে ছিল (অন্য এক) মহিলা, যে মুসলিম সমাজে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত থাকত।
নবী (ﷺ) বলেনঃ আল্লাহ! সমস্যাটি সমাধান করে দিন। এরপর মহিলা ঐ লোকটির আকৃতি বিশিষ্ট সন্তান প্রসব করল যাকে তার স্বামী তার কাছে পেয়েছে বলে উল্লেখ করেছিল। নবী (ﷺ) তাদের (স্বামী-স্ত্রী) উভয়কে লি‘আন করালেন। এক ব্যক্তি ইবনে ‘আব্বাস (রাযিঃ) কে সে বৈঠকেই জিজ্ঞাসা করল, এ মহিলা সম্বন্ধেই কি রাসূলুল্লাহ (ﷺ) বলেছিলেন “আমি যদি কাউকে বিনা প্রমাণে রজম করতাম তবে একেই রজম করতাম”। ইবনে ‘আব্বাস (রাযিঃ) বললেনঃ না। সে ছিল (অন্য এক) মহিলা, যে মুসলিম সমাজে প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত থাকত।
