আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫২৮৪
২৭৮৪. বারীরার স্বামীর ব্যাপারে নবী (ﷺ) -এর সুপারিশ
৪৯০৪। ‘আব্দুল্লাহ ইবনে রাজা (রাহঃ) ......... আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণিত যে, ‘আয়িশা (রাযিঃ) বারীরাকে ক্রয় করতে চাইলেন। কিন্তু তার মালিকগণ ওলীর (অভিভাবকত্বের অধিকার) শর্ত ছাড়া বিক্রয় করতে সম্মত হল না। তিনি বিষয়টি নবী (ﷺ) -এর কাছে তুলে ধরলে তিনি বললেনঃ তুমি তাকে ক্রয় কর এবং আযাদ করে দাও। কেননা, ওলীর অধিকার আযাদকারীর জন্যই সংরক্ষিত। নবী (ﷺ) -এর নিকট কিছু গোশত আনা হল এবং বলা হল এ গোশত বারীরাকে সাদ্‌কা করা হয়েছে। তিনি বললেনঃ তার জন্য সাদ্‌কা বটে, তবে তা আমাদের জন্য হাদিয়া।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন