আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৪- তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫২৫২
২৭৭০. হায়েয অবস্থায় তালাক দিলে তা তালাক হিসাবে পরিগণিত হবে
৪৮৭৬। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিলেন, ‘উমর (রাযিঃ) বিষয়টি নবী (ﷺ) -এর কাছে উল্লেখ করলেন। তখন তিনি বললেনঃ সে যেন তাকে ফিরিয়ে আনে। রাবী (ইবনে সীরীন) বলেন, আমি বললাম, তালাকটি কি গণ্য করা হবে? তিনি (ইবনে উমর) বললেন, তবে কি হবে?
কাতাদা (রাহঃ) ইউনূস ইবনে জুবাইর (রাহঃ) থেকে, তিনি ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাকে নির্দেশ দাও সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে। আমি (ইউনুস) বললামঃ তালাকটি কি পরিগণীত হবে? তিনি (ইবনে উমর) বললেনঃ তুমি কি মনে কর? যদি সে অক্ষম হয় এবং স্বেচ্ছায় আহমকী করে।
আবু মা‘মার বলেন, আব্দুল ওয়ারিস আইয়ুব থেকে তিনি সা‘ঈদ ইবনে যুবাইর থেকে, তিনি ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ এটিকে আমার উপর এক তালাক ধরা হয়েছিল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন