শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১১. শরীআত বিধিত দন্ডের অধ্যায়

হাদীস নং: ৪৮৩৪
অধ্যায়ঃ অপরাধের শাস্তি বিধান।
১. অবিবাহিতের যিনার শাস্তি।
৪৮৩৪। ইবনে আবু দাউদ (রাহঃ) ….. উবাদা ইবনুস সামিত (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বনেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমার থেকে তোমরা শরীয়তের বিধান গ্রহণ কর। আল্লাহ তায়ালা তাদের জন্য শাস্তির বিধান প্রদান করেছেন। অবিবাহিত যদি অবিবাহিতার সাথে এবং বিবাহিত যদি বিবাহিতার সাথে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে অবিবাহিতকে বেত্রাঘাত করা হবে ও তাকে নির্বাসন দেয়া হবে। আার বিবাহিত-কে বেত্রাঘাত করা হবে ও প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা হবে।
كِتَابُ الْحُدُودِ بَابٌ حَدُّ الْبِكْرِ فِي الزِّنَا.
4834 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ , قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ , عَنْ قَتَادَةَ , عَنِ الْحَسَنِ , عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللهِ الرَّقَاشِيِّ , عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «خُذُوا عَنِّي فَقَدْ جَعَلَ اللهُ لَهُنَّ سَبِيلًا الْبِكْرُ بِالْبِكْرِ وَالثَّيِّبُ بِالثَّيِّبِ الْبِكْرُ تُجْلَدُ وَتُنْفَى , وَالثَّيِّبُ تُجْلَدُ وَتُرْجَمُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৮৩৪ | মুসলিম বাংলা