আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫২০৮
২৭৪০. আযল প্রসঙ্গে
৪৮৩৩। ‘আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ‘আযল’ করতাম, তখন কুরআন নাযিল হত।
অন্য সূত্র থেকেও জাবির (রাযিঃ) এরূপ হাদীস বর্ণনা করেছেন।
অন্য সূত্র থেকেও জাবির (রাযিঃ) এরূপ হাদীস বর্ণনা করেছেন।
