শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ৪২৩৩
আন্তর্জাতিক নং: ৪২৩৫
একজনের কোন বস্তু ক্রয়ের প্রস্তাবের ওপর অন্যের প্রস্তাব দেয়া এবং একজনের বিবাহের প্রস্তাবের ওপর অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ প্রসঙ্গ
৪২৩৩-৩৫। আলী ইবন মা'বাদ (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ননা করে। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ "কোন ব্যক্তি যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের ওপর প্রস্তাব না করে এবং তার ভাইয়ের দরের ওপর দর না করে।"
আবু বাকরা (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ননা করেন। তিনি রাসূলুল্লাহ ﷺ হতে অনুরূপ বর্ননা করেন।
আবু বাকরা (রাহঃ) ……. আবু সালিহ (রাহঃ) হতে বর্ননা করেন। তিনি আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ননা করেন এবং আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ হতে অনুরূপ বর্ণনা করেন।
আবু বাকরা (রাহঃ) ….. আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ননা করেন। তিনি রাসূলুল্লাহ ﷺ হতে অনুরূপ বর্ননা করেন।
আবু বাকরা (রাহঃ) ……. আবু সালিহ (রাহঃ) হতে বর্ননা করেন। তিনি আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ননা করেন এবং আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ হতে অনুরূপ বর্ণনা করেন।
4233 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بُكَيْرٍ قَالَ: ثنا هِشَامُ بْنُ حَسَّانٍ , عَنْ مُحَمَّدٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ , وَلَا يَسُومُ عَلَى سَوْمِ أَخِيهِ» .
4234 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ.
4235 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
4234 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِثْلَهُ.
4235 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
