আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৭৯
আন্তর্জাতিক নং: ৫০৩
৩৩৬। স্তম্ভ (থাম) সামনে রেখে নামায আদায়।
৪৭৯। কাবীসা (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) এর বিশিষ্ট সাহাবীদের পেয়েছি। তারা মাগরিবের সময় দ্রুত স্তম্ভের কাছে যেতেন।
শু’বা (রাহঃ) আমর (রাহঃ) সূত্রে আনাস (রাযিঃ) থেকে (এ হাদীসে) অতিরিক্ত বলেছেনঃ নবী (ﷺ) বেরিয়ে আসা পর্যন্ত।
শু’বা (রাহঃ) আমর (রাহঃ) সূত্রে আনাস (রাযিঃ) থেকে (এ হাদীসে) অতিরিক্ত বলেছেনঃ নবী (ﷺ) বেরিয়ে আসা পর্যন্ত।
باب الصَّلاَةِ إِلَى الأُسْطُوَانَةِ
503 - حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «لَقَدْ [ص:107] رَأَيْتُ كِبَارَ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِنْدَ المَغْرِبِ» ، وَزَادَ شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ أَنَسٍ، حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
