আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১৫৮
২৭০৪. যে ব্যক্তি নয় বছরের মেয়ের সাথে বাসর রাত্রি অতিবাহিত করে
৪৭৮৫। কাবিসা ইবনে ‘উকবা (রাহঃ) ......... ‘উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন মহানবী (ﷺ) আয়েশা (রাযিঃ) কে শাদী করেন তখন তাঁর বয়স ছিল ছয় বছর এবং যখন বাসর করেন তখন তাঁর বয়স ছিল নয় বছর এবং (মোট) নয় বছর তিনি মহানবী (ﷺ) -এর সাথে জীবন যাপন করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন