আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১৪৮
২৬৯৫. আল্লাহর বাণীঃ “এবং তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্টচিত্তে মোহরানা পরিশোধ কর।’’
আর অধিক মোহরানা এবং সর্বনিম্ন মোহরানা কত- এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন, “এবং তোমরা যদি তাদের একজনকে অগাধ অর্থও দিয়ে থাক, তবুও তা থেকে কিছুই প্রতিগ্রহণ করো না।’’ এবং আল্লাহ্ তা‘আলা আরো বলেন, “অথবা তোমরা তাদের মোহরানার পরিমাণ নির্দিষ্ট করে দাও।’’
সাহল (রাযিঃ) বলেছেন, মহানবী (ﷺ) এক ব্যক্তিকে বললেন, যদি একটি লোহার আংটিও হয়, তবে মোহরানা হিসাবে যোগাড় করে দাও।
৪৭৭৫। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আব্দুর রহমান ইবনে ‘আউফ (রাযিঃ) কোন এক মহিলাকে শাদী করলেন এবং তাকে মোহরানা হিসাবে খেজুর দানার পরিমাণ স্বর্ণ দিলেন। যখন মহানবী (ﷺ) তার মুখে শাদীর আনন্দের ছাপ দেখলেন তখন তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন; তখন সে বললঃ আমি একজন নারীকে খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণ দিয়ে শাদী করেছি।
কাতাদা আনাস থেকে বর্ণনা করেন যে, ‘আব্দুর রহমান খেজুরের দানা পরিমাণ স্বর্ণ মোহরানা হিসাবে দিয়ে কোন মহিলাকে শাদী করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন