শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৯৬৭
আন্তর্জাতিক নং: ৩৯৬৮
২১. মুযদালিফার উকুফ পরিত্যাগের অবকাশ প্রাপ্ত দুর্বল লােকদের জামরা আকাবায় রমী করার সময়
৩৯৬৭-৬৮। ইবন মারযুক (রাহঃ) ও ইউনুস (রাহঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কুরবানীর দিন (১০ই যিলহজ্জ) নবী (ﷺ) যে সমস্ত লােকদের প্রেরণ করেছেন, আমিও তাদের অন্তর্ভুক্ত ছিলাম। তারপর আমরা ফজরের (সালাতের) সাথে সাথেই কংকর নিক্ষেপ করেছি।
بَابُ وَقْتِ رَمْيِ جَمْرَةِ الْعَقَبَةِ لِلضُّعَفَاءِ الَّذِينَ يُرَخَّصُ لَهُمْ فِي تَرْكِ الْوُقُوفِ بِالْمُزْدَلِفَةِ
3967 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ ح

3968 - وَحَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ أَبِي وَهْبٍ , عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ , عَنْ شُعْبَةَ , مَوْلَى ابْنِ عَبَّاسٍ , " عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كُنْتُ فِيمَنْ بَعَثَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ فَرَمَيْنَا الْجَمْرَةَ مَعَ الْفَجْرِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৯৬৭ | মুসলিম বাংলা