আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫১৩৪
২৬৮৫. আপন পিতা কর্তৃক নিজ কন্যাকে কোন ইমামের সঙ্গে শাদী দেয়া।
‘উমর (রাযিঃ) বলেন, মহানবী (ﷺ) আমার কন্যা হাফসার সাথে শাদীর প্রস্তাব দিলে আমি তাকে তাঁর সাথে শাদী দেই
‘উমর (রাযিঃ) বলেন, মহানবী (ﷺ) আমার কন্যা হাফসার সাথে শাদীর প্রস্তাব দিলে আমি তাকে তাঁর সাথে শাদী দেই
৪৭৬২। মু‘আল্লা ইবনে আসাদ (রাযিঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, যখন তাঁর ছয় বছর বয়স তখন মহানবী (ﷺ) তাঁকে শাদী করেন। তিনি তাঁর সাথে বাসর ঘর করেন নয় বছর বয়সে। হিশাম বলেন, আমি জেনেছি যে, ‘আয়েশা (রাযিঃ) মহানবী (ﷺ) এর কাছে নয় বছর ছিলেন।
