শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৬. হজ্বের অধ্যায়

হাদীস নং: ৩৭৮৫
হারামের বাইরে হালাল ব্যক্তির জবাই করা শিকার মুহরিমের পক্ষে আহার করা যাবে কি-না?
৩৭৮৫। রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... আতা’(রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রাযিঃ) যায়দ ইবন আরকাম (রাযিঃ)-কে বললেন, আপনি কি অবহিত আছেন যে, নবী ﷺ-এর দরবারে শিকারের একটি অঙ্গ হাদিয়া হিসেবে পেশ করা হয় তখন তিনি মুহরিম ছিলেন। তিনি তা গ্রহণ করেন নি? তিনি বললেন, হ্যাঁ! (আমি অবহিত আছি)।

বস্তুত এটাও আলী (রাযিঃ)-এর হাদীসের মত রসূলুল্লাহ্ ﷺ থেকে বর্ণিত। এতে রয়েছে যে, রসূলুল্লাহ্ ﷺ হাদিয়া পেশকারীকে শিকারের সেই অঙ্গ এই জন্য ফিরিয়ে দিয়েছেন যে, তিনি মুহরিম ছিলেন।

এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীস দ্বারাও প্রমাণ পেশ করেছেন :
3785 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ قَيْسٍ , عَنْ عَطَاءٍ , أَنَّ " ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ لِزَيْدِ بْنِ أَرْقَمَ هَلْ عَلِمْتَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُهْدِيَ لَهُ عُضْوُ صَيْدٍ وَهُوَ مُحْرِمٌ , فَلَمْ يَقْبَلْهُ؟ قَالَ نَعَمْ " فَهَذَا أَيْضًا مِثْلُ حَدِيثِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَفِيهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا رَدَّ ذَلِكَ الْعُضْوَ عَلَى الَّذِي أَهْدَاهُ إِلَيْهِ , لِأَنَّهُ حَرَامٌ وَاحْتَجُّوا فِي ذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৭৮৫ | মুসলিম বাংলা