শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৬. হজ্বের অধ্যায়
হাদীস নং: ৩৭৮৩
হারামের বাইরে হালাল ব্যক্তির জবাই করা শিকার মুহরিমের পক্ষে আহার করা যাবে কি-না?
৩৭৮৩। আবু বিশর আল-রক্কী (রাহঃ) ..... ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি যায়দ ইবন আরকাম (রাযিঃ)-কে বললেন, “আপনি না আমার নিকট বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ্ ﷺ-এর খিদমতে শিকারের একটি অঙ্গ হাদিয়া হিসাবে পেশ করা হয় এবং তিনি মুহরিম ছিলেন, তিনি তা গ্রহণ করেন নি”।
3783 - بِمَا حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ , قَالَ: ثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ , عَنْ طَاوُسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ لِزَيْدِ بْنِ أَرْقَمَ حَدَّثْتَنِي أَنْتَ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُهْدِيَ لَهُ عُضْوُ صَيْدٍ وَهُوَ مُحْرِمٌ , فَلَمْ يَقْبَلْهُ»
