শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩৩৬৭
আন্তর্জাতিক নং: ৩৩৬৮
সিয়াম অবস্থায় (স্ত্রীকে) চুস্বন করা
৩৩৬৭-৬৮। আবু বিশর আররকী (রাহঃ) ..... হাফসা বিনতে উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি সিয়াম অবস্থায় (নিজ স্ত্রীকে) চুম্বন করেছেন।

রবীউল মুয়াযযিন (রাহঃ) ..... মুসলিম (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
3367 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ الضَّرِيرُ عَنِ الْأَعْمَشِ عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ عَنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ قَبَّلَ وَهُوَ صَائِمٌ»

3368 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ثنا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ مُسْلِمٍ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩৩৬৭ | মুসলিম বাংলা