শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩২৬৭
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৭। ইউনুস (রাহঃ) ..... আলী ইবন আবী তালিব (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : তিন ব্যক্তি থেকে (হিসাব-নিকাশের) কলম উঠিয়ে নেয়া হয়েছে-শিশু থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, ঘুমন্ত ব্যক্তি থেকে জাগরিত হওয়া পর্যন্ত ও পাগল থেকে জ্ঞান ফিরে পাওয়া পর্যন্ত।
3267 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ , عَنْ سُلَيْمَانَ الْأَعْمَشِ , عَنْ أَبِي ظَبْيَانَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ , عَنِ الصَّبِيِّ حَتَّى يَكْبَرَ , وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ , وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يُفِيقَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩২৬৭ | মুসলিম বাংলা