শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ৩২৬৫
আশুরা দিবসের সিয়াম পালন প্রসঙ্গে
৩২৬৫। সুলায়মান ইব্‌ন শু'আয়ব (রাহঃ) ...... আবুল মিনহাল (রাহঃ)-এর চাচা থেকে বর্ণনা করেন, আর তিনি আসলাম গোত্রভুক্ত ছিলেন, এক দল লোক অথবা তাদের কিছুসংখ্যক লোক আশুরার দিনে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর খিদমতে হাজির হলেন। তিনি বললেন তোমরা কি আজকে সিয়াম পালন করছ ? তাঁরা বললেন, জী না, আমরা তো খেয়ে ফেলেছি। তিনি বললেনঃ তোমরা তোমাদের অবশিষ্ট দিন সিয়াম পালন কর। আবু জাফর (তাহাবী র) বলেন : এই সমস্ত হাদীসে আশূরা দিবসে সিয়াম পালন ওয়াজিব হওয়া ব্যক্ত হয়েছে। আর তাদের সকাল করার পর রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে সেই দিনের সিয়াম পালনের নির্দেশ প্রদান করাতে প্রমাণ বহন করে যে, কারো উপর যদি নির্দিষ্ট দিনের সিয়াম পালন ওয়াজিব হয় এবং সে যদি রাত থেকে সিয়াম পালনের নিয়াত না করে থাকে তাহলে তার জন্য সকাল হওয়ার পর সূর্য হেলে যাওয়ার পূর্বে উক্ত সিয়ামের নিয়াত করা যথেষ্ট বিবেচিত হবে, যেমনটি এই বিষয়ে আলিমগণ বলেছেন। আশূরা দিবসের সিয়াম সম্পর্কে আমরা যা উল্লেখ করেছি, তা অপেক্ষা আরও বর্ণিত আছেঃ
3265 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ قَتَادَةَ , قَالَ: سَمِعْتُ أَبَا الْمِنْهَالِ , يُحَدِّثُ عَنْ عَمِّهِ , وَكَانَ مِنْ أَسْلَمَ , أَنَّ أُنَاسًا أَتَوُا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ بَعْضَهُمْ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ: «أَصُمْتُمُ الْيَوْمَ؟» . فَقَالُوا: لَا , وَقَدْ أَكَلْنَا فَقَالَ: «فَصُومُوا بَقِيَّةَ يَوْمِكُمْ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَفِي هَذِهِ الْآثَارِ وُجُوبُ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ , وَفِي أَمْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهُمْ بِصَوْمِهِ , بَعْدَمَا أَصْبَحُوا دَلِيلٌ عَلَى أَنَّ مَنْ كَانَ فِي يَوْمٍ عَلَيْهِ صَوْمُهُ بِعَيْنِهِ ; وَلَمْ يَكُنْ نَوَى صَوْمَهُ مِنَ اللَّيْلِ ; أَنَّهُ يُجْزِيهِ أَنْ يَنْوِيَ صَوْمَهُ بَعْدَمَا أَصْبَحَ ; إِذَا كَانَ ذَلِكَ قَبْلَ الزَّوَالِ , عَلَى مَا قَالَ أَهْلُ الْعِلْمِ فِي ذَلِكَ. وَقَدْ رُوِيَ فِي صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ مَا زَادَ عَلَى مَا ذَكَرْنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩২৬৫ | মুসলিম বাংলা