শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩১৪৮
সা'-এর ওজন কতটুকু?
৩১৪৮। আবু উমাইয়া (রাহঃ) …. আব্দুল্লাহ ইবনে জুবায়র ইবনে আতিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,আমরা আনাস (রাযিঃ)কে জিজ্ঞাসা করেছি উযূর পানি সম্পর্কে যা একজন মানুষের জন্য যথেষ্ট। তিনি বললেন, রাসূলুল্লাহ এক মুদ পরিমাণ পানি দ্বারা উযূ করতেন এবং উযূ পূর্ণরূপে করতেন। সম্ভবত তা থেকে (কিছু) অতিরিক্ত হত। তিনি বলেন, আমরা তাঁকে জানাবাতের গােসল সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে, (তাতে) কতটুকু পানি যথেষ্ট ? তিনি বললেন, এক সা' পরিমাণ (পানি)। আমি তাকে জিজ্ঞাসা করলাম, নবী করীম থেকে সা’র উল্লেখ করা হয়েছে ? তিনি বললেন হ্যাঁ! মুদ এর সাথে উল্লেখ করা হয়েছে।
3148 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ , قَالَ: ثنا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ , قَالَ: ثنا بَقِيَّةُ , عَنْ عُتْبَةَ بْنِ أَبِي حَكِيمٍ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ جُبَيْرِ بْنِ عَتِيكٍ , قَالَ: سَأَلْنَا أَنَسًا عَنِ الْوُضُوءِ الَّذِي يَكْفِي الرَّجُلَ مِنَ الْمَاءِ فَقَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ مِنْ مُدٍّ فَيَسْبُغُ الْوُضُوءَ , وَعَسَى أَنْ يَفْضُلَ مِنْهُ. قَالَ سَأَلْنَاهُ عَنِ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ: كَمْ يَكْفِي مِنَ الْمَاءِ؟ قَالَ: الصَّاعُ , فَسَأَلْتُ عَنْهُ: أَعَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذِكْرُ الصَّاعِ؟ قَالَ: نَعَمْ , مَعَ الْمُدِّ "
