আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ৪৬৮১
আন্তর্জাতিক নং: ৫০৪৬
২৬৩৮. মদ অক্ষরকে দীর্ঘ করে পড়া
৪৬৮১। আমর ইবনে আসিম (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,হযরত আনাস (রাযিঃ) কে রাসূল (ﷺ)-এর ‘কিরাআত’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে, রাসূল (ﷺ)-এর ‘কিরাআত’ কেমন ছিল? উত্তর তিনি বললেন, কোন কোন ক্ষেত্রে রাসূল (ﷺ) দীর্ঘ করতেন। এরপর তিনি “বিসমিল্লাহির রাহমানির রাহীম” তিলাওয়াত করে শোনালেন এবং তিনি বললেন, রাসূল (ﷺ) ‘বিসমিল্লাহ্’, আর রহমান’, আর রাহীম’ পড়ার সময় মদ্ করতেন।
باب مَدِّ الْقِرَاءَةِ
5046 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ: سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَتْ مَدًّا» ، ثُمَّ قَرَأَ: {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] يَمُدُّ بِبِسْمِ اللَّهِ، وَيَمُدُّ بِالرَّحْمَنِ، وَيَمُدُّ بِالرَّحِيمِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৪৬৮১ | মুসলিম বাংলা