আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৬৭
আন্তর্জতিক নং: ৪৮৩
পরিচ্ছেদঃ ৩৩০। মদীনার রাস্তার মসজিদসমূহ এবং যে সকল স্থানে নবী (ﷺ) নামায আদায় করেছিলেন
৪৬৭। মুহাম্মাদ ইবনে আবু বকর মুকাদ্দামী (রাহঃ) ..... মুসা ইবনে উকবা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি সালিম ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-কে রাস্তার বিশেষ স্থান অনুসন্ধান করে সে সব স্থানে নামায আদায় করতে দেখেছি এবং তিনি বর্ণনা করতেন যে, তাঁর পিতাও এসব স্থানে নামায আদায় করতেন। আর তিনিও রাসূলুল্লাহ (ﷺ)-কে এসব স্থানে নামায আদায় করতে দেখেছেন।
মুসা ইবনে উকবা (রাহঃ) বলেনঃ নাফি (রাহঃ)-ও আমার কাছে ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি সেসব স্থানে নামায আদায় করতেন। তারপর আমি সালিম (রাহঃ) কে জিজ্ঞাসা করি। আমার জানামতে তিনিও সেসব স্থানে নামায আদায়ের ব্যাপারে নাফে' (রাহঃ) এর সাথে একমত পোষণ করেছেন; তবে ‘শারাফুর-রাওহা’ নামক স্থানের মসজিদের ব্যাপারে তাঁরা ভিন্ন মত প্রকাশ করেছেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন