শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৯৬৯
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৬৯। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) ….. বাহয ইবন হাকীম এর পিতা-পিতামহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে মুক্ত মাঠে বিচরণকারী উটের যাকাতের ব্যাপারে বলতে শুনেছি যে, প্রত্যেক চল্লিশটির মধ্যে 'বিনতে লাবূন' (তৃতীয় বর্ষে পদার্পনকারী উটনী) ওয়াজিব হবে। যে ব্যক্তি বিনিময় প্রত্যাশী হয়ে তা দান করবে, সে এর বিনিময় (সওয়াব) পাবে। আর যে ব্যক্তি তা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তার থেকে তা গ্রহণ করব। আর তার অর্ধেক উট (সম্পদ) আমাদের প্রতিপালকের হকসমূহের একটি হক*, আমাদের কারো জন্য তা থেকে কিছু হালাল নয়।
2969 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ , عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي إِبِلٍ سَائِمَةٍ: «فِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ , مَنْ أَعْطَاهَا مُؤْتَجِرًا أَيْ طَالِبَ أَجْرِهِ فَلَهُ أَجْرُهَا , وَمَنْ مَنَعَهَا فَإِنَّا آخِذُوهَا مِنْهُ وَشَطْرَ إِبِلِهِ. عَزْمَةٌ مِنْ عَزَمَاتِ رَبِّنَا لَا يَحِلُّ لِأَحَدٍ مِنَّا مِنْهَا شَيْءٌ»
