আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ৪৬৬৯
আন্তর্জাতিক নং: ৫০৩৫
২৬৩৪. শিশুদের কুরআন শিক্ষাদান
৪৬৬৯। মুসা ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... সা‘ঈদ ইবনে যুবাইর (রাহঃ) বলেন, যে সকল সূরাকে তোমরা মুফাসসাল[১] বলো তা হচ্ছে মুহকাম।[২] রাবী বলেন, ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, যখন আল্লাহর রাসূল (ﷺ) ইন্‌তিকাল করেন, তখন আমার বয়স দশ বছর এবং আমি ঐ বয়সেই মুহকাম আয়াত সমূহ শিখে নিয়েছিলাম।

[১] সূরা হুজুরাত থেকে সূরা নাস পর্যান্ত সূরাসমূহকে মুফাসসাল বলা হয়।
[২] যে সকল আয়াতের ভাষা প্রাঞ্জল এবং অর্থ নির্ধারণের ব্যাপারে কোন অসুবিধা হয় না ও সন্দেহের অবকাশ নেই সে সকল আয়াতকে 'মুহকাম আয়াত' বলে।
باب تَعْلِيمِ الصِّبْيَانِ الْقُرْآنَ
5035 - حَدَّثَنِي مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: إِنَّ الَّذِي تَدْعُونَهُ المُفَصَّلَ هُوَ المُحْكَمُ، قَالَ: وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ عَشْرِ سِنِينَ، وَقَدْ قَرَأْتُ المُحْكَمَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৪৬৬৯ | মুসলিম বাংলা