শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৮০৯
আন্তর্জাতিক নং: ২৮১১
৫- মসজিদে সালাতুল জানাযা আদায় করা উচিত কিনা?
২৮০৯-২৮১১। আহমদ ইব্‌ন দাউদ (রাহঃ).... আবু সালামা ইব্‌ন আব্দুর রহমান(রাহঃ) থেকে বর্ণনা করেন যে, যখন সা’দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রাযিঃ) ইন্তিকাল করেন তখন আয়িশা (রাহঃ) বলেছেনঃ তাঁকে মসজিদে নিয়ে যাও, যাতে আমি তাঁর সালাতুল জানাযা পড়তে পারি। লোকেরা এ ব্যাপারে জ্ঞাপন করল। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) সুহায়ল ইব্‌নুল বায়যা-এর সালাতুল জানাযা মসজিদে আদায় করেছেন।

ইবন মারযূক (রাহঃ)..... আবুন নযর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন।

আহমদ ইবন দাউদ (রাহঃ) ..... আব্বাদ ইবন আব্দুল্লাহ ইবন যুবায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আয়েশা (রাযিঃ) সা’দ ইবন আবী ওয়াক্কাস (রাযিঃ)-এর জানাযা মসজিদে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। তারপর তিনি ইয়াকুব (রাহঃ) সূত্রে বর্ণিত হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং তাঁরা বলেছেন, মসজিদে সালাতুল জানাযা আদায় করতে অসুবিধা নেই।
بَابُ الصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ هَلْ يَنْبَغِي أَنْ تَكُونَ فِي الْمَسَاجِدِ أَوْ لَا؟
11 - 2809 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ , عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ , عَنْ أَبِي النَّضْرِ , مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , أَنَّ عَائِشَةَ حِينَ تُوُفِّيَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ , قَالَتْ: «ادْخُلُوا بِهِ الْمَسْجِدَ حَتَّى أُصَلِّيَ عَلَيْهِ» , فَأَنْكَرَ النَّاسُ ذَلِكَ عَلَيْهَا. فَقَالَتْ: «لَقَدْ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى سُهَيْلِ بْنِ الْبَيْضَاءِ فِي الْمَسْجِدِ»

حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْقَعْنَبِيُّ، قَالَ: ثنا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا ابْنُ أَبِي عُمَرَ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ حَمْزَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَمَرَتْ بِسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنْ يُمَرَّ، بِهِ فِي الْمَسْجِدِ , ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِهِ عَنْ يَعْقُوبَ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا الْحَدِيثِ , فَقَالُوا: لَا بَأْسَ بِالصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ فِي الْمَسَاجِدِ
وَاحْتَجُّوا فِي ذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৮০৯ | মুসলিম বাংলা