আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০২০
২৬২৬. সব কালামের উপর কুরআনের শ্রেষ্ঠত্ব
৪৬৫৪। হুদবা ইবনে খালিদ (রাহঃ) ......... আবু মুসা আশ‘আরী (রাযিঃ) সূত্রে রাসূল (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কুরআন তিলওয়াত করে, তার উদাহরণ হচ্ছে ঐ উতরুজ্জা ফলের (লেবুর) ন্যায় যা সুস্বাদু এবং সুগন্ধ যুক্ত। আর যে ব্যক্তি কুরআন পাঠ করে না, তার উদাহরণ হচ্ছে এমন খেজুরের মত, যা সুগন্ধ হীন, কিন্তু খেতে সুস্বাদু। আর ফাসিক-ফাজির ব্যক্তি যে কুরআন পাঠ করে, তার উদাহরণ হচ্ছে রায়হান জাতীয় গুল্মের মত, যার সুগন্ধ আছে, কিন্তু খেতে বিস্বাদযুক্ত (তিক্ত)। আর ঐ ফাসিক যে কুরআন একেবারে পাঠ করে না, তার উদাহরণ হচ্ছে ঐ মাকাল ফলের মত, যা খেতেও বিস্বাদ (তিক্ত) এবং যার কোনো সুঘ্রাণও নেই।


বর্ণনাকারী: