শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৪৩
আন্তর্জাতিক নং: ২৭৪৫
জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৪৩-২৭৪৫। ইউনুস (রাহঃ).... সালিম (রাহঃ) থেকে বর্ননা করেন যে, আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাযিঃ) জানাযার আগে আগে চলতেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর (রাযিঃ), উমর ইব্‌নুল খাত্তাব (রাযিঃ) ও উসমান ইব্‌ন আফফান (রাযিঃ) এরূপ করতেন।

মুহাম্মাদ ইব্‌ন আযীযুল আয়লী (রাহঃ).... ইব্‌ন শিহাব (রাহঃ)-এর বরাতে সালিম (রাহঃ) থেকে অনুরূপ বর্ননা করেছেন।

নসর ইব্‌ন মারযূক (রাহঃ).... উকায়ল ইব্‌ন খালিদ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
2743 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يَمْشِي أَمَامَ الْجِنَازَةِ , قَالَ: «وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ ذَلِكَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُمْ»

2744 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَزِيزٍ الْأَيْلِيُّ، قَالَ: ثنا سَلَامَةُ، عَنْ عُقَيْلٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ سَالِمًا، أَخْبَرَ ثُمَّ، ذَكَرَ مِثْلَهُ

2745 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، وَابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ: ثنا عُقَيْلُ بْنُ خَالِدٍ، ثُمَّ ذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৪৩ | মুসলিম বাংলা