আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ৪৬৫০
আন্তর্জতিক নং: ৫০১৫

পরিচ্ছেদঃ কুলহু আল্লাহু আহাদ (সূরা ইখলাস) এর ফযীলত

৪৬৫০। উমর ইবনে হাফস (রাহঃ) ......... আবু সা‘ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) তাঁর সাহাবীদেরকে বলেছেন, তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক-তৃতীয়াংশ তিলাওয়াত করতে অসাধ্য মনে কর? এ প্রশ্ন তাদের জন্য কঠিন ছিল। এরপর তারা বলল, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কার সাধ্য আছে যে, এমনটি পারবে? তখন তিনি বললেন, “কুল হুওয়া-ল্লাহু আহাদ” অর্থাৎ সূরা ইখলাস কুরআন শরীফের এক-তৃতীয়াংশ।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন