আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০১৩
কুলহু আল্লাহু আহাদ (সূরা ইখলাস) এর ফযীলত
৪৬৪৯। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু সা‘ঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তিকে ‘কুল হুওয়া-ল্লাহু আহাদ’ পড়তে শুনলেন। সে বার বার তা মুখে উচ্চারণ করছিল। (তিনি মনে করলেন এভাবে বারবার পাঠ করা যথেষ্ট নয়) পরদিন সকালে তিনি রাসূল (ﷺ) এর কাছে এসে এ সম্পর্কে বললেন। তখন রাসূল (ﷺ) বললেন, সে সত্তার কসম, যার হাতে আমার জীবন। এ সূরা হচ্ছে সমগ্র কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
আবু সাঈদ খুদরী (রাযিঃ) বললেনঃ আমার ভাই কাতাদা ইবনে নু‘মান আমাকে বলেছেন, রাসূল (ﷺ) এর সময় এক ব্যক্তি শেষ রাতে নামাযে শুধুমাত্র ‘কুল হুওয়া-ল্লাহু আহাদ’ ছাড়া আর কোনো সূরাই তিলাওয়াত করেন নি। পরদিন সকালে কোন এক ব্যক্তি রাসূল (ﷺ)-এর কাছে আসলেন। বাকী অংশ পূর্বের হাদীসের অনুরূপ।
আবু সাঈদ খুদরী (রাযিঃ) বললেনঃ আমার ভাই কাতাদা ইবনে নু‘মান আমাকে বলেছেন, রাসূল (ﷺ) এর সময় এক ব্যক্তি শেষ রাতে নামাযে শুধুমাত্র ‘কুল হুওয়া-ল্লাহু আহাদ’ ছাড়া আর কোনো সূরাই তিলাওয়াত করেন নি। পরদিন সকালে কোন এক ব্যক্তি রাসূল (ﷺ)-এর কাছে আসলেন। বাকী অংশ পূর্বের হাদীসের অনুরূপ।


বর্ণনাকারী: