শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৯৬
আন্তর্জাতিক নং: ২৬৯৭
নামাযের অধ্যায়
মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৬৯৬-২৬৯৭। আবু বিশর আল-রকী (রাহঃ) ...... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে মায়মুনা (রাযিঃ) মৃত বকরী সম্পর্কে খবর দিয়েছেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ "কেন তোমরা এর চামড়া পাকা করলে না, তারপর এর দ্বারা তোমরা উপকার গ্রহণ করতে পারতে"?

রবী'উল মু'আযযিন (রাহঃ) ...... আতা ইবন আবী রিবাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবন আব্বাস (রাযিঃ) কে বলতে শুনেছি যে, একটি বকরী মারা গেলে রাসূলুল্লাহ ﷺ -এর মালিকদের বললেনঃ কেন তোমরা এর চামড়া অপসারিত করে তা পাকা করলে না, যাতে তারপর এর দ্বারা তোমরা উপকার গ্রহণ করতে পারতে?
كتاب الصلاة
2696 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، مُنْذُ حِينٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: أَخْبَرَتْنِي مَيْمُونَةُ، عَنْ شَاةٍ، مَاتَتْ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا دَبَغْتُمْ إِهَابَهَا فَاسْتَمْتَعْتُمْ بِهِ»

2697 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، وَأَسَدُ بْنُ مُوسَى , قَالَا: ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ: مَاتَتْ شَاةٌ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَهْلِهَا: «أَلَا نَزَعْتُمْ جِلْدَهَا , فَدَبَغْتُمُوهُ , فَاسْتَمْتَعْتُمْ بِهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)