শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬১৪
আন্তর্জাতিক নং: ২৬১৬
সালাতে ইশারা করা প্রসঙ্গে
২৬১৪-২৬১৬। ইউনুস (রাহঃ) ...... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ কুবায় তাশরীফ নিয়ে আসেন। এ সাংবাদ আনসারগন শুনে তাঁরা এসে তাঁকে সালাতরত অবস্থায় সালাম করতে লাগলেন। আর তিনি সালাতে থেকে হাতের ইশারায় হাতের তালু প্রসারিত করে তাঁদের উত্তর দিতে লাগলেন।
ইউনুস (রাহঃ) ...... ইবন উমর (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি (এই রিওয়ায়াতে) বলেছেন, আমি বিলাল (রাযিঃ) অথবা সুহায়ব (রাযিঃ) কে বললাম, রাসূলুল্লাহ ﷺ সালাতরত অবস্থায় তাঁদের সালামের উত্তর কিভাবে প্রদান করতে আপনি দেখেছেন? তিনি বললেন, নিজ হাতের ইশারায় (তিনি উত্তর প্রদান করতেন)।
আলী ইবন মা'বাদ (রাহঃ) ........ হিশাম ইবন সা'দ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেন, আমি বিলাল (রাযিঃ) কে বললান, কিভাবে তিনি তাঁদের উত্তর প্রদান করতেন?
ইউনুস (রাহঃ) ...... ইবন উমর (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি (এই রিওয়ায়াতে) বলেছেন, আমি বিলাল (রাযিঃ) অথবা সুহায়ব (রাযিঃ) কে বললাম, রাসূলুল্লাহ ﷺ সালাতরত অবস্থায় তাঁদের সালামের উত্তর কিভাবে প্রদান করতে আপনি দেখেছেন? তিনি বললেন, নিজ হাতের ইশারায় (তিনি উত্তর প্রদান করতেন)।
আলী ইবন মা'বাদ (রাহঃ) ........ হিশাম ইবন সা'দ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেন, আমি বিলাল (রাযিঃ) কে বললান, কিভাবে তিনি তাঁদের উত্তর প্রদান করতেন?
2614 - بِمَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ , عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ [ص:454] رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى قُبَاءَ , فَسَمِعَتْ بِهِ الْأَنْصَارُ , فَجَاءُوهُ يُسَلِّمُونَ عَلَيْهِ وَهُوَ يُصَلِّي , فَأَشَارَ إِلَيْهِمْ بِيَدِهِ بَاسِطًا كَفَّهُ وَهُوَ يُصَلِّي»
2615 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، عَنْ هِشَامٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: " فَقُلْتُ لِبِلَالٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَصُهَيْبٍ كَيْفَ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرُدُّ عَلَيْهِمْ وَهُوَ يُصَلِّي؟ قَالَ: يُشِيرُ بِيَدِهِ "
2616 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا أَبُو نُوحٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَزْوَانَ , قَالَ: أنا هِشَامُ بْنُ سَعْدٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: " فَقُلْتُ لِبِلَالٍ رَضِيَ اللهُ عَنْهُ: كَيْفَ كَانَ يَرُدُّ عَلَيْهِمْ؟
2615 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، عَنْ هِشَامٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: " فَقُلْتُ لِبِلَالٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَصُهَيْبٍ كَيْفَ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرُدُّ عَلَيْهِمْ وَهُوَ يُصَلِّي؟ قَالَ: يُشِيرُ بِيَدِهِ "
2616 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا أَبُو نُوحٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَزْوَانَ , قَالَ: أنا هِشَامُ بْنُ سَعْدٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: " فَقُلْتُ لِبِلَالٍ رَضِيَ اللهُ عَنْهُ: كَيْفَ كَانَ يَرُدُّ عَلَيْهِمْ؟
