আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫২- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫০০৩
২৬২২. রাসূলুল্লাহ (ﷺ)-এর যে সব সাহাবী ক্বারী ছিলেন।
৪৬৪১। হাফস ইবনে উমর (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, রাসূল (ﷺ) এর সময় কে কে কুরআন সংগ্রহ করেছেন? তিনি বললেন, চারজন এবং তাঁরা চারজনই ছিলেন আনসারী সাহাবী। তাঁরা হলেনঃ উবাই ইবনে কা’ব (রাযিঃ), মু’আয ইবনে জাবাল (রাযিঃ), যায়দ ইবনে সাবিত (রাযিঃ) এবং আবু যায়দ (রাযিঃ)।
(অন্য সনদে) ফাদল (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে অনুরূপ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন