শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৫৩৩
আন্তর্জাতিক নং: ২৫৩৪
নামাযের অধ্যায়
সালাতে কেউ তিন রাক’আত না চার রাক’আত আদায় করেছে, এ বিষয়ে যদি সন্দিহান হয়
২৫৩৩-২৫৩৪। আবু বাক্‌রা (রাহঃ) ও ইব্‌ন মারযূক (রাহঃ) ..... আবুল বাখ্‌তারী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা রামাযানের চাঁদ দেখেছি, (পরে এ বিষয়ে জিজ্ঞাসা করার জন্য) আমরা এক ব্যক্তিকে ইব্‌ন আব্বাস (রাযিঃ) এর নিকট পাঠালাম, সে তাঁকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ “আল্লাহ্ তাআলা এটি (চাঁদ) কে দেখার জন্য প্রসারিত করেছেন। মেঘাচ্ছন্ন আকাশের কারণে যদি চাঁদ তোমাদের দৃষ্টির আড়াল থেকে যায়, তাহলে তোমরা (ত্রিশ) সংখ্যকে পূর্ণ কর”।
كتاب الصلاة
2533 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ ح

2534 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، قَالَ: رَأَيْنَا هِلَالَ رَمَضَانَ , فَأَرْسَلْنَا رَجُلًا إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَسَأَلَهُ , فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ قَدْ مَدَّهُ لِرُؤْيَتِهِ , فَإِذَا أُغْمِيَ عَلَيْكُمْ , فَأَكْمِلُوا الْعِدَّةَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)