শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৫২১
নামাযের অধ্যায়
সালাতে কেউ তিন রাক’আত না চার রাক’আত আদায় করেছে, এ বিষয়ে যদি সন্দিহান হয়
২৫২১। ইব্‌ন মারযূক (রাহঃ) .....আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন তিনি সালাতে সন্দেহের বিষয়ে বলেছেন যে, (মুসল্লী) চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে ।
كتاب الصلاة
2521 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا شَيْخٌ، أَحْسَبُهُ أَبَا زَيْدٍ الْهَرَوِيَّ , قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ إِدْرِيسُ: أَخْبَرَنِي عَنْ أَبِيهِ، سَمِعَهُ يُحَدِّثُ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: «فِي الْوَهْمِ يُتَحَرَّى» وَقَدْ رَوَى عَنْ أَبِي سَعِيدِ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَ ذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৫২১ | মুসলিম বাংলা