শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪১০
মুসাফিরের সালাত
২৪১০। ফাহাদ (রাহঃ)….. ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে (আসরের) চার রাক’আত আদায় করেছি, তবে এরপর আর কোন সুন্নত বা নফল আদায় করিনি। তিনি মাগরিব তিন রাক’আত আদায় করেছেন এবং এরপরে (সুন্নত) দু’রাক’আত আদায় করেছেন । আর বলেছেন, এ হলো দিনের বিত্র, এটি সফর ও মুকীম অবস্থায় হ্রাস-বৃদ্ধি হয় না। ইশা পড়েছেন চার রাক’আত এবং এরপরে (সুন্নত) আদায় করেছেন দু’রাক’আত। রাবী বলেন, তিনি সফরে যুহ্র আদায় করেছেন দু’রাক’আত, এর পরে (সুন্নত) আদায় করেছেন দু’রাক’আত। আসর আদায় করেছেন দু’রাক’আত, তবে এর পরে কোন সুন্নত বা নফল আদায় করেননি। মাগরিব আদায় করেছেন তিন রাক’আত, এর পরে (সুন্নত) আদায় করেছন দু’রাক’আত। ইশা আদায় করেছেন দু’রাকআত, এর পরে (সুন্নত) আদায় করেছেন দু’রাক’আত ।
2410 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا أَبُو شِهَابٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْعَوْفِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ: " صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا وَلَيْسَ بَعْدَهَا شَيْءٌ , وَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ , وَقَالَ: هِيَ وِتْرُ النَّهَارِ , وَلَا تَنْقُصُ فِي سَفَرٍ وَلَا حَضَرٍ , وَصَلَّى الْعِشَاءَ أَرْبَعًا , وَصَلَّى بَعْدَهَا رَكْعَتَيْنِ , قَالَ: وَصَلَّى فِي السَّفَرِ الظُّهْرَ رَكْعَتَيْنِ , وَصَلَّى بَعْدَهَا رَكْعَتَيْنِ , وَصَلَّى الْعَصْرَ رَكْعَتَيْنِ , وَلَيْسَ بَعْدَهَا شَيْءٌ , وَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ , وَصَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ , وَبَعْدَهَا رَكْعَتَيْنِ "
