শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪০৭
আন্তর্জাতিক নং: ২৪০৮
মুসাফিরের সালাত
২৪০৭-২৪০৮। মুবাশ্শির ইব্ন হাসান (রাহঃ)….. ইয়াহ্ইয়া ইব্ন আবী ইস্হাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইব্ন মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে (সফরে) বের হয়েছি, তিনি প্রত্যাবর্তন পর্যন্ত দু’রাক’আত করে সালাত (কসর) পড়তেন। আমি বললাম, আপনারা কতদিন অবস্থান করেছেন? তিনি বললেন, দশদিন ।
ফাহাদ (রাহঃ)….. ইয়াহইয়া ইব্ন আবী ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন । কিন্তু তিনি আনাস (রাযিঃ)-কে তাঁর প্রশ্নের কর্তা উল্লেখ করেননি।
ফাহাদ (রাহঃ)….. ইয়াহইয়া ইব্ন আবী ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন । কিন্তু তিনি আনাস (রাযিঃ)-কে তাঁর প্রশ্নের কর্তা উল্লেখ করেননি।
2407 - حَدَّثَنَا مُبَشَّرُ بْنُ الْحَسَنِ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: " خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَجَعَلَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ , حَتَّى رَجَعَ. قُلْتُ: كَمْ أَقَمْتُمْ؟ قَالَ: عَشْرٌ "
2408 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ سُؤَالَهُ لِأَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ
2408 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ سُؤَالَهُ لِأَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের বর্ণনা অনুযায়ী সফর শেষে পুনরায় মদীনায় প্রবেশের পূর্ব পর্যন্ত রসূল স. কসর পড়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে, সফর শেষে পুনরায় নিজ শহরে ফিরে আসার পূর্ব পর্যন্ত কসর করতে হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১২৪)
