শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪০২
মুসাফিরের সালাত
২৪০২। আবু বাকরা (রাহঃ)…..আবু নায্‌রা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, জনৈক যুবক রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সফরের সালাত সম্পর্কে ইমরান ইব্‌ন হুসাইন (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছে। তিনি আওকা’ গ্রামে গিয়ে বললেনঃ নিশ্চয় এ যুবক আমাকে সফরে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছে, তোমরা তা আমার থেকে সংরক্ষণ কর। রাসূলুল্লাহ্ (ﷺ) যে কোন সফরেই প্রত্যাবর্তন না করা পর্যন্ত দু’রাক’আত করে সালাত আদায় করতেন। তিনি মক্কা বিজয়ের সময় সেখানে আঠার দিন অবস্থান করেছেন এবং দু’রাক’আত করে সালাত পড়েছেন। তারপর বলেছেন : হে মক্কাবাসী, দাঁড়াও এবং পরবর্তী দু’রাক’আত আদায় কর, যেহেতু আমরা মুসাফির কাওম। পরে তিনি হুনায়ন এবং তায়িফ অভিযানে গিয়েছেন এবং দু’রাক’আত করে সালাত পড়েছেন। তারপর জিইররানায় প্রত্যাবর্তন করে এখান থেকে যিলকাদ মাসে উমরা পালন করেছেন। তারপর আবু বকর (রাযিঃ)-এর সাথে জিহাদ করেছি, উমর (রাযিঃ)-এর সাথে উমরা পালন করেছি, তারা দু’রাক’আত করে কসরের সালাত পড়েছেন এবং উসমান (রাযিঃ)-এর সাথে তাঁর খিলাফতের শুরুতে উমরা পালন করেছি, তিনি দু’রাক’আত করে সালাত পড়েছেন। পরবর্তীতে উসমান (রাযিঃ) মিনাতে চার রাক’আত পড়েছেন।
2402 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ: أَنَّ فَتًى، سَأَلَ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ , عَنْ صَلَاةِ، رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ فَعَدَلَ إِلَى مَوْضِعِ الْعَوْقَةِ فَقَالَ: إِنَّ هَذَا الْفَتَى , سَأَلَنِي عَنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ فَاحْفَظُوهَا عَنِّي: مَا سَافَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَفَرًا إِلَّا صَلَّى رَكْعَتَيْنِ حَتَّى يَرْجِعَ , وَأَقَامَ بِمَكَّةَ زَمَنَ الْفَتْحِ ثَمَانِ عَشْرَةَ يُصَلِّي رَكْعَتَيْنِ ثُمَّ يَقُولُ: «يَا أَهْلَ مَكَّةَ , قُومُوا فَصَلُّوا رَكْعَتَيْنِ أُخْرَاوَيْنِ , فَإِنَّا قَوْمٌ سَفْرٌ» ثُمَّ غَزَا حُنَيْنًا وَالطَّائِفَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ , ثُمَّ رَجَعَ إِلَى الْجِعْرَانَةِ فَاعْتَمَرَ مِنْهَا فِي ذِي الْقَعْدَةِ ثُمَّ غَزَوْتُ مَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَاعْتَمَرْتُ مَعَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فَصَلَّى رَكْعَتَيْنِ , وَمَعَ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ صَدْرًا مِنْ إِمَارَتِهِ فَصَلَّى رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ , ثُمَّ إِنَّ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ بَعْدَ ذَلِكَ صَلَّى أَرْبَعًا بِمِنًى "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪০২ | মুসলিম বাংলা