শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৯৭
আন্তর্জাতিক নং: ২৩৯৮
মুসাফিরের সালাত
২৩৯৭-২৩৯৮। ইব্‌ন মারযূক (রাহঃ) ও ফাহাদ (রাহঃ)….. সাঈদ ইব্‌ন শাফি (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, লোকেরা (কসরের) সালাত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করতে লাগলো, তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন গৃহ থেকে বের হতেন তখন পরিবারের নিকট প্রত্যাবর্তন না করা পর্যন্ত দু’রাক’আত করে পড়তেন।
2397 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ ح

2398 - وَحَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ , قَالَ: ثنا إِسْرَائِيلُ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ سَعِيدِ بْنِ شُفَيٍّ , قَالَ: جَعَلَ النَّاسُ يَسْأَلُونَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ الصَّلَاةِ. فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنْ أَهْلِهِ , لَمْ يُصَلِّ إِلَّا رَكْعَتَيْنِ , حَتَّى يَرْجِعَ إِلَيْهِمْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩৯৭ | মুসলিম বাংলা