শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৪৪
এক কাপড়ে সালাত আদায় করা
২২৪৪। ইবন আবু দাউদ (রাহঃ) ..... আসিম ইবন উবায়দুল্লাহ্ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ)-এর নিকট প্রবেশ করেন। যখন সালাতের সময় হলো তখন তিনি উঠে শরীরে একটি চাদর পেঁচিয়ে সালাত আদায় করলেন, অথচ তাঁর অন্যান্য কাপড়গুলো আলনায় রাখা ছিলো। তিনি সালাত শেষে আমাদের দিকে ফিরে বললেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এভাবে সালাত আদায় করতে দেখেছি ।
2244 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، عَنْ عَاصِمِ بْنِ عَبْدِ اللهِ: أَنَّهُ دَخَلَ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَلَمَّا حَضَرَتِ الصَّلَاةُ , قَامَ فَصَلَّى وَهُوَ مُتَوَشِّحٌ بِإِزَارٍ , وَثِيَابُهُ عَلَى الْمِشْجَبِ , فَلَمَّا صَلَّى انْصَرَفَ إِلَيْنَا , فَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى هَكَذَا»
